Wellcome to National Portal
পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০২৩

মহাপরিচালক

সাহান আরা বানু, এনডিসি
মহাপরিচালক (গ্রেড-১)
পরিবার পরিকল্পনা অধিদপ্তর

সাহান আরা বানুএনডিসি ১৯ এপ্রিল ২০২০ তারিখে মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর পদে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব পদে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত ছিলেন।

 

সাহান আরা বানু, এনডিসি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা । তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন । তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট পদে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার, গৌরীপুর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা হিসেবে দায়িত্ব সম্পাদন করেছেন । কেন্দ্রীয় পর্যায়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয় (বঙ্গভবন), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন ।

 

সাহান আরা বানু, এনডিসি তাঁর সার্ভিসের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে তিনি বুনিয়াদী প্রশিক্ষণ, ম্যাট-২ কোর্স, উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি), সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি), পলিসি প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স (পিপিএমসি) সম্পন্ন করেছেন। তিনি বিসিএস প্রশাসন একাডেমি হতে সচিবালয় ব্যবস্থাপনা কোর্স, আইন ও প্রশাসন কোর্স সমাপ্ত করেছেন ।এছাড়া, তিনি ট্রেজারি প্রশিক্ষণ, সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আয়োজিত এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম অন স্ট্র্যাটেজিক লিডারশিপ কোর্স, ডিফেন্স একাডেমি, যুক্তরাজ্য আয়োজিত ম্যানেজিং ডিফেন্স ইন দ্য ওয়াইডার সিকিউরিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন । ২০১৬ সালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা হতে এক বছর মেয়াদি এনডিসি কোর্স সমাপ্ত করেন।

 

সাহান আরা বানু, এনডিসি এআইটি, থাইল্যান্ড; ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা; ডিউক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, চায়না, ভারত, নাইজেরিয়া, পোল্যান্ড, জাপান ও ফিলিপাইনে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

 

সাহান আরা বানু, এনডিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে বি.এস.এস. (সম্মান) ও এম.এস.এস. ডিগ্রী অর্জন করেন । তাঁর নিজ জেলা নড়াইল।