Wellcome to National Portal
পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০২২

পরিকল্পনা ইউনিট

    

সরকারের উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে গৃহীত ৪র্থ সেক্টর প্রোগ্রাম HPNSP-ভূক্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ০৭ (সাত)টি অপারেশনাল প্ল্যানের সমন্বয় সাধন, প্রশাসনিক বিভাগ/মন্ত্রণালয়ের সাথে OP বাস্তবায়ন সংক্রান্ত সংযোগ সংরক্ষণ, ডিপিপি বাস্তবায়ন/বাস্তবায়নে সহায়তা প্রদান, এডিপি রিভিউ, ADP/OP-ভূক্ত কম্পোনেন্ট/এ্যাকটিভিটিস এর অগ্রগতি নিয়মিত কার্যক্রমের মাধ্যমে পর্যালোচনা পরিকল্পনা ইউনিট করে থাকে।

 PME-OP‘র মাধ্যমে MCH-FP ভিত্তিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মসূচী বাস্তবায়নে/সমন্বিতকরণে এ অধিদপ্তরাধীন “পরিকল্পনা ইউনিট” গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ।

পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়নে আগ্রহী উন্নয়ন সহযোগী সংস্থা (NGO) সমূহকে অধিভূক্তিকরণ ও নবায়ন কার্যক্রম সম্পাদন করে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেশব্যাপী স্থায়ী অবকাঠামো নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) এর PFD-OP ভূক্ত নির্মাণ কার্যক্রমে  মন্ত্রণালয়ের সহায়তায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদাকে প্রধান্য দিয়ে প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ এ লীড/ফোকাল ইউনিটের দায়িত্ব ‘‘পরিকল্পনা ইউনিট” পালন করে।

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফোকাল পয়েন্ট এব দায়িত্ব পালন করে।

উপরোক্ত ব্যাপক ও বিস্তৃত কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে পরিকল্পনা ইউনিটের সাংগঠনিক কাঠামো (TOE) ক্ষুদ্রায়নিক। পরিকল্পনা ইউনিটের কার্যক্রম বিশেষায়িত ধর্মী ও পূর্বাপর সংযোগ-শৃংখলাবদ্ধ কর্মতৎপরতার মাধ্যমে সম্পাদিত হয়।