Wellcome to National Portal
পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০২৩

এমসিএইচ সার্ভিসেস ইউনিট

 

লক্ষ্য সমূহ

 

  • প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ দিয়ে উপযুক্ত ও কার্যকরী সেবা প্রদান ।
  • বাড়ি ও সেবা কেন্দ্রসমূহে ২৪/৭ নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করা  ।
  • কিশোর-কিশোরীদের সেবা প্রদান ।
  • কমিউনিটিতে বসবাসরত জনসাধারণকে পুষ্টি স্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রদান  ।
  • প্রজনন স্বাস্থ্য সেবা যেমনঃ এমআর,গর্ভপাত পরবর্তী সেবা, প্রাথমিক অবস্থায় জরায়ুর মুখে ক্যান্সার নির্ণয়ের জন্য ভায়া ( VIA) এবং স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য সিবিই (CBE) সেবা প্রদান ।
  • মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ প্রদান ।  
  • সেবা কেন্দ্র এবং কমিউনিটিতে এমএসআর (MSR) ও প্রয়োজনীয় উপকরণসমূহ সরবারহ নিশ্চিত করা ।  
  • বাড়িতে ডেলিভারীর ক্ষেত্রে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধের জন্য ট্যাবলেট মিজোপ্রোস্টল বিতরণ ।
  • প্রবীন ব্যাক্তিদের সুস্বাস্ব্যের জন্য প্রয়োজনীয় স্বাসথ্য সেবা জোরদার করা ।
  • মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম ।

 

সেবা কেন্দ্র সমূহ

 

জাতীয় পর্যায়

১।ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ ট্রেনিং ইনস্টিটিউট (এমসিএইচটিআই),আজিমপুর,ঢাকা-১৭৩ শয্যা

২।মোহাম্মদপুর ফার্র্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (এমএফএসটিসি), মোহাম্মদপুর ,ঢাকা- ১০০ শয্যা

৩। ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ ট্রেনিং ইনস্টিটিউট (এমসিএইচটিআই),লালকুঠি,ঢাকা-২০০ শয্যা

১ টি

 

১ টি

 

১টি

জেলা পর্যায়

মা ও শিশু কল্যাণ কেন্দ্র (এমসিডব্লিউসি)

৬০ টি

উপজেলা পর্যায়

১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত এমসিএইচ-এফপি ইউনিট

২।মা ও শিশু কল্যাণ কেন্দ্র ( এমসিডব্লিউসি)

৪২৭টি

১২ টি

ইউনিয়ন পর্যায়

১। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

(ইউএইচএন্ডএফডব্লিউসি)

২।মা ও শিশু কল্যাণ কেন্দ্র ( এমসিডব্লিউসি)

৩২৯০ টি

 

২১২ টি

কমিউনিটি পর্যায়

স্যাটেলাইট ক্লিনিক (প্রতি মাসে)

 

৩০,০০০ টি

 

 

 

 

 

এমসিএইচ -সার্ভিসেস ইউনিটের প্রধান কার্যক্রম সমূহ

মা ‍ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদত্ত সেবাসমূহ

  • গর্ভকালীন সেবা
  • গর্ভকালীন পরিচর্যার সময় ঝুকিপূর্ণ মা চিহ্নিতকরণ
  • প্রসবপরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধ এবং প্রি-এ্যাকলাম্পশিয়া এ্যাকলাম্পশিয়া ব্যবস্থাপনা
  • স্বাভাবিক প্রসবসেবা ও যন্ত্রের সহায়তায় প্রসবসেবা
  • বেসিক ও সমন্বিত জরুরী প্রসূতি ও নবজাতকের সেবা
  • সিজারিয়ান সেকশন অপারেশন
  • হাত দিয়ে আটকে যাওয়া গর্ভফুল বের করা (ম্যানুয়াল রিমুভাল অব রিটেইন প্লাসেন্টা)
  • মা ও নবজাতকের প্রসবোত্তর সেবা
  • নবজাতকের সমন্বিত অত্যাবশকীয় সেবা
  • প্রজনন স্বাস্থ্যসেবা
  • পরিবার পরিকল্পনা সেবা
  • গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে আয়রণ-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ
  • পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা
  • প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে প্রসবের তৃতীয় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা
  • কম ওজনের শিশু ও সময়ের পূর্বে প্রসব প্রতিরোধে প্রসবের পূর্বে মাকে করটিকোস্টেরয়েড প্রদান
  • নির্বাচিত মা ও শিশু কিল্যাণ কল্যাণ কেন্দ্রে কম জন্ম ওজনের নবজাতকের জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রদান
  • ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ০৫ ডোজ টিডি এবং শিশুদের ইপিআইভুক্ত টিকাসমূহ প্রদান
  • কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য ,পুষ্টিসহ অন্যান্য সেবা প্রদান
  • কিশোরীদের মাঝে আয়রণ-ফলিক এসিড বিতরণ
  • কিশোরীদের মাসিক ব্যবস্থাপনার জন্য স্যানিটারী ন্যাপকিন প্রদান
  • এমআর, এমএমআর ও গর্ভপাত পরবর্তী (PAC ) সেবা
  • স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠান
  • সাধারণ রোগীসেবা
  • গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ্যামবুলেন্স সার্ভিস প্রদান
  • রেফারাল ব্যবস্থাপনা

 

 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রদত্তসেবা সমূহ

  • গর্ভবতী মায়েদের রেজিস্ট্রেশন
  • গর্ভকালীন সেবা ও প্রসব পরিকল্পনা
  • মা ও নবজাতকের প্রসবোত্তর সেবা
  • প্রজনন স্বাস্থ্যসেবা
  • পরিবার পরিকল্পনা সেবা
  • প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা
  • গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে আয়রণ-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ
  • স্বাভাবিক প্রসবসেবা প্রদান
  • পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা
  • নবজাতকের অত্যাবশকীয় সেবা
  • শিশু স্বাস্থ্যসেবা
  • স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ০৫ ডোজ টিডিসহ এবং শিশুদের নিয়মিত টিকা প্রদান
  • কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবাসহ অন্যান্য সেবা
  • কিশোরীদের মাঝে আয়রণ-ফলিক এসিড
  • কিশোর-কিশোরীদের মাঝে কৃমিনাশক বড়ি বিতরণ
  • কিশোরীদের মাসিক ব্যবস্থাপনার জন্য স্যানিটারী ন্যাপকিন প্রদান
  • এমআর, এমএমআর ও গর্ভপাত পরবর্তী সেবা
  • স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠান
  • বাড়িতে প্রসবকারী মায়েদের প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাবলেট মিসোপ্রোস্টল বিতরণ
  • প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে প্রসবের তৃতীয় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা
  • কম ওজনের শিশু ও সময়ের পূর্বে প্রসব প্রতিরোধে প্রসবের পূর্বে মাকে করটিকোস্টেরয়েড প্রদান
  • নবজাতকের সংক্রমণ প্রতিরোধে নাভিতে প্রয়োগের জন্য ৭.১% ক্লোরহেক্সিডিন বিতরণ
  • স্নায়ূ বিকাশজনিত সমস্যা বিষয়ক তথ্য, পরামর্শ, স্ক্রিনিং ও রেফারাল
  • প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক সেবা, পরামর্শ, ও রেফারাল
  • জরায়ূ ও স্তন ক্যানসার বিষয়ক তথ্য, পরামর্শ, স্ক্রিনিং ও রেফারাল
  • সাধারণ রোগীসেবা
  • রেফারাল ব্যবস্থাপনা

 

 

স্যাটেলাইট ক্লিনিকে প্রদত্ত সেবাসমূহ

  • গর্ভবতী মায়েদের রেজিস্ট্রেশন
  • গর্ভকালীনসেবা
  • প্রসব পরিকল্পনা
  • মা ও নবজাতকের প্রসোবোত্তর সেবা
  • প্রজনন স্বাস্থ্যসেবা
  • পরিবার পরিকল্পনা সেবা
  • গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে আয়রণ-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ
  • পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা
  • স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ০৫ ডোজ টিটিসহ এবং শিশুদের নিয়মিত টিকা প্রদান
  • কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবাসহ অন্যান্য সেবা
  • কিশোরীদের মাঝে আয়রণ-ফলিক এসিড বিতরণ
  • কিশোর-কিশোরীদের মাঝে কৃমিনাশক বড়ি বিতরণ
  • বাল্য বিয়ে রোধে প্রচার কার্যক্রম
  • কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা
  • বাড়িতে প্রসবকারী মায়েদের প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাবলেট মিসোপ্রোস্টল বিতরণ
  • নবজাতকের সংক্রমণ প্রতিরোধে নাভিতে প্রয়োগের জন্য ৭.১% ক্লো্রোহেক্সিডিন বিতরণ
  • রেফারাল ব্যবস্থাপনা

 

বিভাজন-১

ক) মাতৃ স্বাস্থ্য সেবা

 

  • সকল গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন।
  • প্রসব পরিকল্পনা ও গর্ভকালীন সেবা।
  • প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদ্বারা বাড়ি ও সেবা কেন্দ্রে (মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র )                                                                                                             নিরাপদ প্রসব সেবা প্রদানসহ প্রসব পরবর্তী ৩য় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা ।
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত গর্ভবতী মায়েদের রক্তের হিমোগ্লোবিন এবং প্রশ্রাবে এলবুমিন ও সুগার পরীক্ষা ।
  • মা ও শিশু কল্যাণ কেন্দ্র , ১৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ জরুরি প্রসূতি সেবা প্রদান।
  • বাড়িতে প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধের জন্য পরিবার কল্যাণ সহকারী কর্তৃক ট্যাবলেট মিজোপ্রোষ্টল বিতরণ।
  • একলাম্পশিয়া প্রতিরোধের জন্য ম্যাগনিশিয়াম সালফেট ব্যবহার ।
  • প্রসব পরবর্তী সেবা এবং প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা।              

     

 

খ) প্রজনন স্বাস্থ্য সেবা

 

  • অনিরাপদ গর্ভপাত কমানোর লক্ষ্যে নিরাপদ এমআর ও গর্ভপাত পরবর্তী সেবা।
  • ঔষধ দ্বারা এমআর এর জন্য ট্যাবলেট মিফিপ্রিষ্টন ও ট্যাবলেট মিজোপ্রোষ্টল প্রচলন।
  • নির্নয় ও চিকিৎসার মাধ্যমে RTI/STI-এর সিন্ড্রোমিক ব্যবস্থাপনা ।
  • অনাকাঙ্খিত গর্ভধারন প্রতিরোধের জন্য ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিল ( ইসিপি) এর ব্যবহার ।
  • প্রাথমিক অবস্থায় জরায়ূর মুখের ক্যান্সার নির্ণয়ের জন্য VIA এবং স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য CBE কার্যক্রম।
  • প্রজনন সেবা ও বন্ধ্যাত্ব চিকিৎসা ।

 

 

 

 

গ)বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা

 

  • কিশোর -কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবাসহ অন্যান্য সেবা
  • কিশোরীদের মাঝে আয়রন-ফলিক এসিড বিতরণ 
  • কিশোর-কিশোরীদের মাঝে কৃমিনাশক বড়ি বিতরণ
  • বাল্য বিয়ে রোধে প্রচার কার্যক্রম ও কেন্দ্রে আগত কিশোর -কিশোরীদের বাল্য বিবাহের কুফল বিষয়ে পরামর্শ প্রদান                                              
  • কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা
  • কিশোরীদের গুনগত মাসিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ এবং স্যানিটারী ন্যাপকিন বিতরণ
  • কিশোর-কিশোরীদের বন্ধুসলভ আচরণের মাধ্যমে শারীরিক,মানসিক,সহিংসতা প্রতিরোধ ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান এবং সকল ধরনের সেবা প্রদান
  • কিশোর -কিশোরীদের জন্য মনোসামাজিক সমস্যা বিষয়ে পরামর্শ ও প্রাথমিক সেবাপ্রদান ও রেফারাল।
  • কিশোর -কিশোরীদের পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান এবং বিবাহিত কিশোর -কিশোরীদের পরিবার পরিকল্পনা সেবা প্রদান ।

 

   

 

ঘ) নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা

 

  • গ্রোথ মনিটরিং
  • শিশুদের কৃমি প্রতিরোধের জন্য কৃমিনাশক ট্যাবলেট প্রদান
  • স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মসূচীর সাথে সমন্বয় করে রুটিন টীকা এবং ভিটামিন-এ ক্যাপসুল প্রদান
  • নবজাতকের বিপদচিহ্ন এবং পুষ্টি সম্পর্কে মায়েদের স্বাস্থ্য শিক্ষা প্রদান
  • নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা প্রদান (ইএনসি)
  • নবজাতকের নাভির যত্নে জন্মের পর পর নাভিতে ৭.১% ক্লোরহেক্সিডিন প্রয়োগ করা
  • নবজাতকের শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে হেল্পিং বেবিজ ব্রিথ সেবা প্রদান
  • মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সময়ের পূর্বে প্রসব প্রতিরোধের জন্য প্রসবের পূর্বে এন্টিনেটাল কোর্টিকোস্টেরয়েড (এসিএস) ইনজেকশন প্রদান
  • নির্বাচিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কম ওজন (< ২০০০ গ্রাম) নবজাতকের ব্যবস্থাপনায় ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রদান।
  • সকল সেবা কেন্দ্রে সিএনসিপি সেবা প্রদান
  • ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেপসিস ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ব্যবহার
  • ৫ বছরের কম বয়সী শিশুদের রোগের ব্যবস্থাপনায় আইএমসিআই সেবা প্রদান
  • অসুস্থ নবজাতক ও শিশুদেরকে উন্নত চিকিৎসার জন্য উপযুক্ত স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ০৩ টি বিশেষায়িত প্রতিষ্ঠানে গুরুতর অসুস্থ নবজাতকের ব্যবস্থাপনায় SCANU সেবা প্রদান।

 

 

 

ঙ) পুষ্টি সেবা কার্যক্রম

  • শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো বিষয়ে কাউন্সেলিং
  • ৬ মাসের পর হতে শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরী পরিপূরক খাবার খাওয়ানো বিষয়ে কাউন্সেলিং
  • গ্রোথমনিটরিং ও প্রোমোশন ( শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ)
  • ফলিক এসিড সাপ্লিমেন্টেশন
  • আয়রন- ফলিক এসিড সাপ্লিমেন্টেশন
  • ৬-৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টিরোধে MNP (মাইক্রো নিউট্রিয়েন্ট পাউডার) বিতরণ
  • জিঙ্ক সাপ্লিমেন্টেশন
  • কৃমিনাশক বড়ি বিতরণ
  • গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য আয়রন ও ফলিক এসিড এবং ক্যালশিয়াম বড়ি সরবরাহ।
  • বুকের দুধ খাওয়ানোর প্রাথমিক সূচনা বিষয়ে পরামর্শ প্রদান
  • প্রসবোত্তর মায়েদের ভিটামিন-এ ক্যাপসূল বিতরণ।
  • গর্ভবতী মহিলাদের ওজন নিরীক্ষণ
  • গর্ভকালীন সময়ে মায়েদের নিরাপদ খাদ্য গ্রহণ (পরিমাণ এবং গুণগতমান) ও বিশ্রাম বিষয়ে পরামর্শ প্রদান

বিভাজন-২

প্রশিক্ষণ  

  • চিকিৎসক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জরুরী প্রসূতীসেবা (ইওসি) বিষয়ক প্রশিক্ষণ
  • পরিবার কল্যাণ পরিদর্শিকদের মিডওয়াইফারী প্রশিক্ষণ ।
  • নিরাপদ প্রসবসেবা প্রদানের জন্য পরিবার কল্যাণ সহকারীদের সিএসবিএ প্রশিক্ষণ ।
  • প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ যেমনঃ এমআর,গর্ভপাত পরবর্তী সেবা,ভায়া ও সিবিই ।
  • স্বাস্থ্য সেবা কর্মীদের (চিকিৎসক, এসএসিএমও, এফডব্লিউভি) আইএমসিআই প্রশিক্ষণ ।
  • স্বাস্থ্য সেবা কর্মীদের (চিকিৎসক, এসএসিএমও, এফডব্লিউভি) সিএনসিপি প্রশিক্ষণ।
  • মাঠকর্মীদের (এফপিআই, এফডব্লিউএ) সিএনসিপি প্রশিক্ষণ।
  • মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রশিক্ষণ ।
  • সেবা কর্মীদের হেল্পিং বেবিজ ব্রিথ এর উপর প্রশিক্ষণ।
  • সেবা কর্মীদের জন্য নবজাতকের অত্যাবশ্যকীয় সেবার উপর প্রশিক্ষণ।
  • কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ।
  • পুষ্টিসেবা বিষয়ক প্রশিক্ষণ ।
  • অবহিতকরণ কর্মশালা ।

 

 

 

 

বিভাজন-৩

 

মা, শিশু,প্রজনন ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বিভিন্ন ক্রয়সমূহ

 

আইটেম

ডিডিএস কিট- ২২

ধরনের ঔষধ

ট্যাবঃ মিসোপ্রোস্টল

নরমাল ডেলিভারী কিট

এমআরএম (প্যাক)

স্যানিটারী প্যাড

ইসিপি

এমএনপি পাউডার

এমভিএ কিট

নবজাতক ও শিশু স্বাস্থ্য এর জন্য ঔষধ

কিশোর-কিশোরী ও প্রজনন স্বস্থ্যের জন্য ঔষধ

আয়রণ কট ,বেড সাইড লকার,স্যালাইন স্ট্যান্ড

ডেলিভারী টেবিল

স্পট লাইট

বি.পি মেশিন এবং স্টেথোসকোপ

বেবী ব্যাগ এন্ড মাসক

বেবী ন্যাসাল এ্যাসপিরেটর

বিভিন্ন প্রকার রেজিষ্ট্রার, কার্ড, ফর্মস

যানবাহন (জীপ, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স)

বিভিন্ন সেবা কেন্দ্রে ব্যবহার্য ঔষধ ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ

 

 

বিভাগ-৪

সেবা কেন্দ্র সমূহে মেরামত ও সংস্কার কার্যক্রম (পিএফডি-ওপির মাধ্যমে)

  • ৬৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীত করার (৫০ শয্যায় উন্নীতকরণযোগ্য) প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
  • সুনামগঞ্জ ও খাগড়াছড়ী জেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র পুননির্মানের কাজ চলছে।
  • ইউনিয়ন পর্যায়ে ১০ শয্যাবিশিষ্ট ৫৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
  • ৫৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনর্গঠন প্রক্রিয়াধীন রয়েছে।