Wellcome to National Portal
পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০১৪

Job Description (Officer)

                                        সূচীপত্র

 

ক্রমিক নং

পদের নাম

পৃষ্ঠা নং

  1.  

মহাপরিচালক

  1.  

পরিচালক (প্রশাসন)

  1.  

পরিচালক (অর্থ)

  1.  

পরিচালক (এমআইএস)

  1.  

পরিচালক (আইইএম)

  1.  

পরিচালক (উপকরণ ও সরবরাহ)

  1.  

পরিচালক (এমসিএইচ)

  1.  

পরিচালক (পরিকল্পনা)

১১

  1.  

পরিচালক (নিরীক্ষা)

১৩

  1.  

পরিচালক (পরিবার পরিকল্পনা) বিভাগীয় পর্যায়

১৫

  1.  

লাইন ডাইরেক্টর (ক্লিনিক্যাল কন্ট্রসেপশন সার্ভিস ডেলিভারী প্রোগ্রাম)

১৭

  1.  

তত্ত্বাবধায়ক (মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান )

১৯

  1.  

পরিচালক (এম এফ এস টি সি)

২০

  1.  

অতিরিক্ত পরিচালক (কেন্দ্রীয় পণ্যাগার)

২১

  1.  

উপপরিচালক (পার্সোনেল)

২২

  1.  

উপপরিচালক (পরিবার পরিকল্পনা)

২৩

  1.  

উপপরিচালক (এমসিএইচ)

২৫

  1.  

উপপরিচালক (সেবা)

২৭

  1.  

উপপরিচালক (হিসাব)

২৮

  1.  

উপপরিচালক (নিরীক্ষা)

২৯

  1.  

উপপরিচালক (এমআইএস)

৩১

  1.  

উপপরিচালক (মিডিয়া প্রোডাক্সন)

৩২

  1.  

উপপরিচালক (প্রোগ্রাম মনিটরিং)

৩৩

  1.  

উপপরিচালক (উপকরণ ও সরবরাহ)

৩৫

  1.  

উপপরিচালক (স্থানীয় সংগ্রহ)

৩৬

  1.  

উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ)

৩৭

  1.  

উপপরিচালক (ক্লিনিক্যাল সার্ভিসেস)

৩৮

  1.  

অধ্যক্ষ (পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠান)

৩৯

  1.  

প্রকল্প পরিচালক (এমআইএস)

৪০

  1.  

সিনিয়র সিস্টেম এনালিষ্ট

৪১

  1.  

প্রোগ্রামার

৪২

  1.  

কম্পিউটার সুপারভাইজার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার

৪৩

  1.  

সহকারী পরিচালক (পার-১)

৪৪

  1.  

সহকারী পরিচালক (পার-২)

৪৫

  1.  

সহকারী পরিচালক (সমন্বয়)

৪৬

  1.  

সহকারী পরিচালক (মনিটরিং)

৪৭

  1.  

সহকারী পরিচালক (সাধারণ সেবা)

৪৮

  1.  

সহকারী পরিচালক (পরিবহণ)

৪৯

  1.  

সহকারী পরিচালক (বাজেট)

৫০

  1.  

সহকারী পরিচালক (ডিডিও-বিল)

৫১

  1.  

সহকারী পরিচালক (এমসিএইচ)

৫২

  1.  

সহকারী পরিচালক (সেবা)

৫৩

  1.  

সহকারী পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস)

৫৪

  1.  

সহকারী পরিচালক (এমসিএইচ-২)

৫৬

  1.  

সহকারী পরিচালক (উপকরণ ও সরবরাহ)

৫৭

  1.  

সহকারী পরিচালক (পরিবহণ)

৫৮

  1.  

সহকারী পরিচালক (নিরীক্ষা)

৫৯

  1.  

সহকারী পরিচালক (প্রশাসন)

৬০

  1.  

সহকারী পরিচালক (এমআইএস)

৬১

  1.  

সহকারী পরিচালক (কার্যক্রম বাস্তবায়ন)

৬২

  1.  

সহকারী পরিচালক (মিডিয়া প্রোডাকশন)

৬৩

  1.  

সহকারী পরিচালক (ধর্মীয়)

৬৪

  1.  

সহকারী পরিচালক (বৈদেশিক সংগ্রহ)

৬৫

  1.  

সহকারী পরিচালক (স্থানীয় সংগ্রহ)

৬৬

  1.  

সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারেন্স)

৬৭

  1.  

সহকারী পরিচালক (উপকরণ ও সরবরাহ)

৬৮

  1.  

সহকারী পরিচালক (পণ্যাগার)

৬৯

  1.  

সহকারী পরিচালক (কোয়ালিটি এ্যাসুরেন্স)

৭০

  1.  

সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা)

৭২

  1.  

সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন)

৭৩

  1.  

সহকারী প্রধান-১

৭৬

  1.  

সহকারী প্রধান-২

৭৭

  1.  

মেডিক্যাল অফিসার (ক্লিনিক)

৭৮

  1.  

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

৮১

  1.  

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি)

৮৪

  1.  

মেডিক্যাল অফিসার (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন)

৮৭

  1.  

সহকারী সার্জন/মেডিক্যাল অফিসার (অবস/গাইনি)

৮৮

  1.  

আউটডোর মেডিক্যাল অফিসার (অবস/গাইনি/শিশু)

৮৯

  1.  

ইমারজেন্সি মেডিক্যাল অফিসার

৯০

  1.  

মেডিক্যাল অফিসার (এফ ডাব্লিউ)

৯১

  1.  

মেডিক্যাল অফিসার

৯২

  1.  

মাইক্রোবায়োলজীস্ট

৯৩

  1.  

প্রভাষক (মেডিক্যাল)

৯৪

  1.  

প্রভাষক (নার্সিং এন্ড মিডওয়াইফারী)

৯৪

  1.  

প্রভাষক (সমাজ বিজ্ঞান)

৯৫

  1.  

জুনিয়র কনসালট্যান্ট (গাইনি/অবস/শিশু)

৯৫

  1.  

জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিওলজী)

৯৬

  1.  

সহকারী রেজিষ্টার (গাইনি/অবস/শিশু)

৯৬

  1.  

সহকারী প্রেগ্রামার

৯৭

  1.  

মূল্যায়ন কর্মকর্তা

৯৮

  1.  

লজিস্টিক মনিটরিং কর্মকর্তা

৯৯

  1.  

পরিসংখ্যানবিদ

১০০

  1.  

ডকুমেন্টেশন অফিসার (এমআইএস)

১০১

  1.  

পপুলেশন কমিউনিকেশন অফিসার

১০২

  1.  

চীফ প্রিটেষ্ট অ্যান্ড রিসার্চ অফিসার

১০৩

  1.  

ডিসেমিনেশন অফিসার

১০৫

  1.  

ডকুমেন্টেশন অফিসার (আইইএম)

১০৬

  1.  

এডিটর কাম ট্রান্সলেটর

১০৭

  1.  

সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট

১০৮

  1.  

গবেষণা কর্মকর্তা (আইইএম)

১০৯

  1.  

গবেষণা কর্মকর্তা-১ (পরিকল্পনা)

১১০

  1.  

গবেষণা কর্মকর্তা-২ (পরিকল্পনা)

১১১

  1.  

গবেষণা কর্মকর্তা-৩ (পরিকল্পনা)

১১২

  1.  

গবেষণা কর্মকর্তা-৪ (পরিকল্পনা)

১১৩

  1.  

তথ্য কর্মকর্তা

১১৪

  1.  

আর্টিষ্ট

১১৫

  1.  

হিসাব রক্ষণ কর্মকর্তা (নিরীক্ষা)

১১৬

  1.  

হিসাব রক্ষণ কর্মকর্তা (এমসিএইচ)

১১৭

  1.  

প্রোকিউরমেন্ট অফিসার

১১৮

  1.  

হিসাব রক্ষণ কর্মকর্তা (ক্লিনিক্যাল সার্ভিসেস)

১১৯

  1.  

পুস্টিবিদ

১২০

  1.  

পরিসংখ্যান কর্মকর্তা

১২১

  1.  

সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

১২২

  1.  

সিনিয়র পরিবার কল্যাণ পরিদর্শিকা

১২৫

  1.  

প্রশাসনিক কর্মকর্তা (এমআইএস)

১২৭

  1.  

টীম সুপারভাইজার

১২৮

  1.  

সহকারী পরিসংখ্যানবিদ

১২৯

  1.  

সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর

১৩০

  1.  

কম্পিউটার অপারেটর

১৩০

  1.  

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার

১৩১

  1.  

প্রিন্টিং প্রেস সুপারভাইজার

১৩৪

  1.  

মেক্যানিক্যাল সুপারভাইজার (পরিবহণ)

১৩৪

  1.  

ফার্মাসিস্ট

১৩৫

  1.  

বায়োটেকনোলজিষ্ট

১৩৬

  1.  

মেডিক্যাল টেকনোলজিষ্ট

১৩৬

  1.  

ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট

১৩৭

  1.  

নার্সিং সুপারভাইজার

১৩৭

  1.  

ওটি নার্স

১৩৮

  1.  

ওয়ার্ড মাষ্টার

১৩৯

  1.  

গবেষণা সহকারী

১৪০

  1.  

মূল্যায়ন সহকারী

১৪০

  1.  

প্রশাসন ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৪১

  1.  

এমআইএস ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৪৪

  1.  

আইইএম ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৪৯

  1.  

অর্থ ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৫৭

  1.  

উপকরণ ও সরবরাহ ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৬১

  1.  

কেন্দ্রীয় পণ্যাগার এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৬৫

  1.  

এমসিএইচ ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৬৯

  1.  

পরিকল্পনা ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৭১

  1.  

নিরীক্ষা ইউনিটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৭২

  1.  

ক্লিনিক্যাল সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৭৪

  1.  

এমসিএইচটিআই এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৭৮

  1.  

এমএফডব্লিউভিটিআই এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৮০

  1.  

বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৮৮

  1.  

উপপরিচালক (জেলা পর্যায়) এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৯০

  1.  

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্য পরিধি

১৯৪

 

 

 

 

মহাপরিচালক (পরিবার পরিকল্পনা) এর কার্য পরিধি

পদের উদ্দেশ্যঃ

 

দেশব্যাপী পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নেতৃত্ব প্রদান।

প্রাতিষ্ঠানিক সর্ম্পকঃ

 

ক)  জবাবদিহিতা ঃ

 

সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

 

খ) তত্ত্বাবধায়নাধীন  কর্মকর্তা/কর্মচারী ঃ

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সকল কর্মকর্তা/কর্মচারী

 

 

গ)  কার্যক্ষেত্রে সম্পর্ক/যোগাযোগ ঃ

 

সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন অধিদপ্তর/পরিদপ্তর সমূহের প্রধানগণ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী ও বৈদেশিক সংস্থার প্রধান/দেশেীয় প্রধানগণ।

মুল দায়িত্বঃ

  1. পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচীর সকল কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সমন্বয়, পরিবীক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন।
  2. পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল ইউনিটের কার্যক্রম, স্বেচ্ছাসেবী সংস্থা ও অন্যান্য সংস্থার যারা, সেবাসহ মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার সমন্বয় সাধন।
  3. নিবিড় আই ই এম কার্যক্রমের মাধ্যমে চাহিদা সৃষ্টিকারী প্রচেষ্টা বাস্তবায়নে পথ প্রদর্শন।
  4. উন্নততর মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবার জন্য কৌশল ও ইস্যু সম্পর্কিত নির্দেশাবলী সুপারিশকরণ।
  5. সময়মত উপকরণের ক্রয় ও সরবরাহ নিশ্চিতকরণ।
  6. এমআইএস কার্যক্রম পরিচালনার মাধ্যমে তথ্যের ফলপ্রসু প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ।
  7. পরিবার পরিকল্পনা কার্যক্রমে সহায়তাকারী অসরকারী সংস্থার নিবন্ধন প্রদান।
  8. আর্থিক ক্ষমতা অর্পন বিধিমালার আলোকে তহবিল ছাড়করণ, ব্যয় করার ক্ষমতা প্রদান এবং ব্যয়ের অনুমোদন।
  9. পরিবার পরিকল্পনা কর্মসূচীর আওতায় সকল ২য় শ্রেণীর কর্মকর্তার নিয়োগ প্রদান।
  10. সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে সকল পরিচালকগণের তত্ত্বাবধান ও সমন্বয় সাধন।
  11. সদর দপ্তর ও জেলা পর্যায়ের উপ-পরিচালকগণের পÖ্রতস্বাক্ষরকারী কর্তৃপক্ষরুপে দায়িত্ব পালন।
  12. প্রথম শ্রেণীর কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা আরম্ভ করা এবং ২য় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানকারী হিসাবে দায়িত্ব পালন।
  13. সহকারী পরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অধিদপ্তরাধীন সকল মেডিকেল অফিসার, সিনিয়র পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের পদায়ন ও বদলী অনুমোদন।
  14. পরিবার পরিকল্পনা কর্মসূচীর মাঠ পর্যায়ের সকল কার্যক্রমের পরিকল্পনা, প্রণয়ন, বাস্তবায়ন এবং তত্ত্বাবধান।
  15. কর্মসূচীর সকল জনবলের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ন এবং অফিস ভাড়া অনুমোদন।
  16. সকল পরিচালক এবং তাঁর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অনুবেদনকারী হিসেবে এবং উপপরিচালক ও তৎসম পর্যায়ের কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন।
  17.  সকল পরিচালকগণের ভ্রমনসূচী ও ভ্রমন বিবরণী অনুমোদন।
  18.  সরকারী ক্রমানুযায়ী মাঠ পরিদর্শন এবং তদনুসারে নিম্ন পদস্তদের দিক নির্দেশনা এবং উচ্চ  পদস্তদের কাছে প্রতিবেদন প্রেরণ।
  19.  সকল পরিচালক এবং উপপরিচালক সমন্বয়ে সমন্বয় সভা করা।
  20.  তার অধিদপ্তরের সকল উন্নয়ন কার্য তদারকী, সমন্বয় ও প্রতিবেদন প্রদান।
  21.  বার্ষিক বাজেট প্রণয়নে দিক নির্দেশনা  প্রদান এবং তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ।
  22.  অধিদপ্তরের প্রথম শ্রেণীর পদ পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ।
  23.  সরকারী কাজে ঢাকার বাহিরে যাওয়ার জন্য সরকারী যানবাহনের ব্যহারের প্রয়োজন হলে তার অনুমতি প্রদান।
  24. সরকার কর্তৃক নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন।

 

 

 

পরিচালক (প্রশাসন) এর কার্য পরিধি

পদের উদ্দেশ্যঃ

 

 পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতিশীল ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

প্রাতিষ্ঠানিক সর্ম্পকঃ

 

(ক)  জবাবদিহিতা ঃ

 

মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

 

 

(খ) তত্ত্বাবধায়নাধীন  কর্মকর্তা/কর্মচারী ঃ

 

প্রশাসনিক ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারী।

 

 

(গ)  কার্যক্ষেত্রে সম্পর্ক/যোগাযোগ ঃ

 

মহাপরিচালক সদর দপ্তর এবং বিভাগ ও জেলা পর্যায়ে পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালকগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ এবং প্রশাসন ইউনিটে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী।

মূল দায়িত্বঃ

  1. কর্মী ব্যবস্থাপনা ও পরিচালনা, কর্মসূচীর শৃঙ্খলা নিশ্চিতকরণ, পরিবহন, যন্ত্রপাতি, আসবাবপত্র এবং আবাসনের ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন।
  2. প্রশাসন ইউনিটে উপ-পরিচালকগণের তত্ত্বাবধায়ন ও প্রতিবেদন প্রেরণ এবং ঐ একই ইউনিটের সকল সহকারী পরিচালক ও ২য় শ্রেণীর কর্মকর্তাদের পÖ্রতস্বাক্ষরকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন।
  3. পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মী ব্যবস্থাপনার উপর কার্যক্রম সমন্বয়করণ।
  4. প্রথম  ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বিরুদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা সূচনা করা এবং নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানকারী কর্তপক্ষ হিসাবে দায়িত্ব পালন।
  5. আর্থিক ক্ষমতা অর্পন বিধিমালার আলোকে আনুষাঙ্গিক খাতের খরচের অনুমোদন প্রদান।
  6. সদর দপ্তরের সকল নন-গেজেটেড কর্মচারী এবং মাঠ পর্যায়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিষ্ট এর নিয়োগকারী কর্তপক্ষ হিসাবে দায়িত্ব পালন এবং তাদের আন্তঃবিভাগ বদলীল অনুমোন প্রদান ও বাস্তবায়ন।
  7. মহাপরিচালক এর অনুমোদনক্রমে উপজেলর পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অধিদপ্তরাধীন সকল মেডিকেল অফিসার, সিনিয়র পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের পদায়ন ও বদলীকরণ।
  8. পরিবহনের গাড়ী, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয়, বন্টন ও রক্ষণাবেক্ষনকরণ।
  9. আর্থিক ক্ষমতা অর্পন বিধিমালার আলোকে আবাসন ভাড়ার অনুমোদন প্রদান।
  10. সকল মাঠ কর্মসূচীর জন্য ব্যবস্থাপনা কৌশল ও পথনির্দেশনার পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন।
  11. মহাপরিচালক এর অনুমোদনক্রমে কর্মসূচীর সকল কর্মীর কার্য সনদ নির্নয় এবং অধদপ্তরের আওতাধীন সকল ইউনিটের কার্যক্রম বন্টন।
  12. মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

 

 

 

পরিচালক (অর্থ) এর কার্য পরিধি

পদের উদ্দেশ্য ঃ

 

পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচী বাস্তবায়নে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ

প্রাতিষ্ঠানিক সম্পর্ক   ঃ

 

(ক)  জবাবদিহিতা ঃ

 

মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

 

 

(খ) তত্ত্বাবধায়নাধীন  কর্মকর্তা/কর্মচারী ঃ

 

সংশ্লিষ্ট ইউনিটের সকল কর্মকর্তা ও কর্মচারী।

 

 

(গ)  কার্যক্ষেত্রে সম্পর্ক/যোগাযোগ ঃ

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা, অধিদপ্তরাধীন অন্যান্য ইউনিটের পরিচালক, অতিরিক্ত পরিচালক(ড্রাগস এন্ড ষ্টোরস), সকল পর্যায়ের উপপরিচালক, প্রয়োজনে সহকারী  পরিচালক(পরিবার পরিকল্পনা), সহকারী পরিচালক (সিসি), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ও মেডিক্যাল অফিসার (MCH-FP) এবং অনুমোদিত  অসরকারী সংস্থা সমূহ।

মূল দায়িত্বঃ

  1. মহাপরিচালকের নির্বাহী হিসেবে অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের অধীন সকল আর্থিক কার্যাদি সম্পাদন।
  2. অনুন্নয়ন ও উন্নয়ন বাজেট প্রস্তুত প্রক্রিয়ার তত্ত্বাবধান ও সংকলন।
  3. সংশ্লিষ্ট বাজেট/এডিপি’র আওতায় অর্থ ছাড় সংক্রান্ত কাজ ও পরামর্শ প্রদান।
  4. সদর দপ্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত জনবলের বেতন, ভাতাদি, সেবা-সরবরাহ, মেরামত-সংগ্রহ ও সম্পদ সংগ্রহ ক্রয় সংক্রান্ত আর্থিক বরাদ্দ ডিডিওগণের নিকট ন্যাস্তকরণ।
  5. সকল আর্থিক মঞ্জুরী/অনুদানের বরাদ্দকরণ।
  6. উন্নয়ন বাজেটের আওতায় পুনর্ভরণযোগ্য অর্থের পুনর্ভরণ দাবী ও প্রাপ্তি নিশ্চিতকরণ।
  7. মহাপরিচালক/পরিচালক/লাইন ডাইরেক্টরগণকে দেয়া আর্থিক ক্ষমতার আওতায় অর্থের পুনঃ উপযোজন সংক্রান্ত কাজ সম্পাদন।
  8. সকল ডিডিওগণের নিকট হতে প্রাপ্ত মাস থেকে বাৎসরিক খরচের প্রতিবেদন(খরচ ও প্রাপ্তি) সংকলন ও প্রেরণের ব্যবস্থাকরণ।
  9. পেনশন সংক্রান্ত সকল কাজ সম্পাদনে মতামত প্রদান ও চূড়ান্ত বিল পরিশোধ।
  10. সকল প্রকার (আভ্যন্তরীণ ও অডিট অফিসের) নিরীক্ষা আপত্তি নিস্পত্তিকল্পে পদ্ধতিগতকরণ ও পরামর্শমূলক কাজ সম্পাদন।
  11. সদর দপ্তরের অনুন্নয়ন খাতভুক্ত সকল কর্মকর্তা/কর্মচারীদের বিল  প্রক্রিয়াকরণ ও তার অধীনস্থ ডিডিও’র মাধ্যমে পরিশোধের ব্যবস্থাকরণ।
  12. মহাপরিচালকের সকল ব্যাংকিং লেনদেন সম্পাদন।
  13. ইউনিটের প্রধান হিসেবে অধীনস্থ জনবলের নিয়ন্ত্রণকারীর দায়িত্ব পালন করা।
  14. উন্নয়ন কর্মসূচীর আওতায় লাইন ডাইরেক্টরের দায়িত্ব পালন।
  15. অনুন্নয়ন বাজেটে স্থায়ী কাঠামোর আওতায় গুরুত্বপূর্ণ ইউনিট পরিচালক হিসেবে সকল আর্থিক কার্যাদি সম্পাদনে মহাপরিচালকের পক্ষে পরামর্শ প্রদান।
  16. নির্বাহী আদেশে অর্পিত বিবিধ কাজ।

 

 

পরিচালক (এমআইএস) এর কার্য পরিধি

 

পদের উদ্দেশ্য ঃ

 

সংশ্লিষ্ট ইউনিটে যথাযথ কাজের পরিবেশ ও পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক জনমিতিক তথ্য সমূহের সঠিক সংরক্ষণ, সংগ্রহ ও ফলোআপ কার্যক্রম নিশ্চিত করা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমের প্রতিবেদন সমূহ প্রণয়নের সার্বিক তত্ত্বাবধান।

প্রাতিষ্ঠানিক সম্পর্ক   ঃ

 

(ক)  জবাবদিহিতা ঃ

 

মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধি Job Description Job Description